শেরপুরে জমিসহ ঘর পেল আরও ১৬১ ভুমিহীন-গৃহহীন পরিবার
মুজিববর্ষের উপহার হিসেবে শেরপুর জেলায় জমিসহ ঘর পেলো আরও ১৬১ ভুমিহীন-গৃহহীন-পরিবার। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় বরাদ্দে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৭৯ হাজার টাকা। এনিয়ে জেলায় ৯৪৮টি পরিবারকে পূনর্বাসিত করা হলো।
আজ দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর বিতরন অনুষ্ঠানে যুক্ত হয়ে জেলার ৫ উপজেলার তৃতীয় পর্যায়ের ১৬১টি ঘর জমির দলিলসহ উপকারভোগীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক।
এর আগে প্রথম পর্যায়ে ৫ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ১৯১টি পরিবারকে, দ্বিতীয়পর্যায়ে ৪ কোটি ৮০ হাজার টাকা ব্যয়ে ১৬৭টি পরিবারকে এবং তৃতীয় পর্যায়ে প্রথম বরাদ্দে ৪ কোটি ৫ লাখ ৬০ হাজারটাকা ব্যয়ে ১৬৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এবার ৪ কোটি ৭৪ লাখটাকা ব্যয়ে ১৬১টি পরিবারকে পূনর্বাসিত করা হলো।
বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।