রোটারি ক্লাব অব শেরপুর এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 02.08.2022 - 02:22 PM
Share icon
Image

১ আগস্ট শেরপুরের ভাতশালা ইউনিয়নের কানাসাখোলায় নবনির্মিত শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একশত বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছে রোটারি ক্লাব অব শেরপুর। প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন এ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার পরামর্শে ও সার্বিক সহযোগিতায় বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির প্রায় ১০০টি বৃক্ষের চারা রোপণ করা হয়। 

রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী এমপিএইচএফ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বরণের এই শোকের মাসের প্রথম দিন রোটারি ক্লাব অব শেরপুর প্রাথমিক পর্যায়ে ১০০ গাছের চারা রোপণ করলো। পর্যায়ক্রমে শেরপুরের বিভিন্ন স্থাপনায় আরও ৪০০টি বৃক্ষ রোপণ করার পরিকল্পনা রয়েছে। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. মো. সুরুজ্জামান এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট শরণ রায় পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট শাহী উম্মুল বানীন পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট মলয় চাকী, রোটারিয়ান এডভোকেট মো. রফিকুল ইসলাম আধার, অনারারি সেক্রেটারি এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, রোটারিয়ান নাজমুল আলম প্রমূখ। 

বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনে ইভেন্ট চেয়ার হিসেবে রোটারিয়ান এডভোকেট মো. রফিকুল ইসলাম আধার সার্বিক দায়িত্ব পালন করেন এবং প্রজেক্টটি সমন্বয় করেন ক্লাবের সার্ভিস প্রজেক্ট চেয়ার পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ।

Share icon