শেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেন, জেলা আওয়ামী ও তাদের অঙ্গসংগঠনের নেতৃৃবৃন্দরা।
পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিত আলোচনা করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল বিজ্ঞ পিপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজদুল হক মিনু, আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, এডভোকেট মোকাদ্দেস ফেরদৌসী, মিনহাজ উদ্দিন মিনাল, শামসুন্নাহার কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর বেগম বিদুৎ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামিম হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান আনিস, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.এম, এ বারেক তোতা, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, আনোয়ারুল হাসান উৎপল, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহাসহ জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।