শ্রীবরদী পৌর আওয়ামীলীগের আয়োজনে প্রতিবাদ ও জনসমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সোম, 22.08.2022 - 08:38 PM
Share icon
Image

২১ আগস্ট রাজধানী ঢাকায় আওয়ামীলীগের শান্তিপূর্ণ জনসভায় জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলার প্রতিবাদে ও দুষ্কৃতীদের ফাঁসির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট সোমবার বিকেলে শেরপুরের শ্রীবরদী পৌর আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় বাস টার্মিনাল মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শ্রীবরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ শুকরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেরপুর ৩ আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মোঃ মোতাহারুল ইসলাম লিটন। 

অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ভাসানী, শ্রীবরদী উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক লাবিনা আক্তার লিমা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, আওয়ামী লীগ নেতা আনোয়ার পারভেজ, আব্দুল হালিম চেয়ারম্যান, আবু সাঈদ হিটলার প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share icon