শ্রীবরদী ইউএনও কে বিদায় সংবর্ধনা দিলো স্কাউট

স্টাফ রিপোর্টার
বুধ, 24.08.2022 - 06:06 PM
Share icon
Image

বাংলাদেশ স্কাউটস শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্কাউটস এর সভাপতি ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ২২ আগষ্ট বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরীতে ওই বিদায়ী সভা অনুষ্ঠিত হয়।

বানিবাইদ আব্দুল্লাহ আল- মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রীবরদী উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ইউএনও নিলুফা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোশারফ হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইন্দিলপুর আঃ মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন, স্কাউটের যুগ্নসম্পাদক মোঃ হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা স্কাউটস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Share icon