স্বাচিবের আয়োজনে শোক দিবসের দুয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বুধ, 24.08.2022 - 09:08 PM
Share icon
Image

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বুধবার বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এর আয়োজন করেন শেরপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ।

শেরপুর জেলা স্বচিব এর সভাপতি ডা. এটিএম মামুন জোস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।এসময় হুইপ আতিক বলেন, আমাদের বাঙালি জাতির জন্য খুবই একটি দুঃখ ভরাক্রান্ত মাস হল এই আগস্ট মাস। আমাদের বাঙালি জাতির নেতৃত্ব প্রদানকারী বঙ্গবন্ধু এ মাসেই ১৫ তারিখে নির্মমভাবে দুর্বৃত্তদের হাতে মৃত্যুবরণ করেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ আমাদের রক্তকে উদ্দীপ্ত করেছিল। সেই বজ্রকণ্ঠকে ঝাঝরা করে দিয়েছিলো কিছু কাপুরুষের বুলেট। যাদেরকে বাংলাদেশী বা বাঙালি বলা যাবে না। আরো দুঃখের বিষয় সেই খুনের দায়মুক্তি দেয়া হয়েছিলো। অর্থাৎ এই হত্যাকাণ্ডের কোনো বিচার করা যাবে না। এর চেয়ে কষ্টের আর কী আছে! এরপর বর্তমান প্রধানমন্ত্রী এই হত্যার বিচার করেছেন। এখনো যারা দেশের বাইরে পালিয়ে আছেন তাদেরকে দেশে এনেও বিচারের দাবি জানান তিনি।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বচিপ এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ।এসময় তিনি বলেন, জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের প্রায় সবাইকে একযোগে হত্যা করা হয়েছিল। এই প্রজন্মের সবাইকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়া উচিত। এমনি বড় ছোট সবাইকেই বঙ্গবন্ধুকে জানা উচিত। বাংলাদেশ বিনির্মাণে তার যে অবদান, তা বলে শেষ করা যাবে না।

স্বচিব এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নাদিম হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. এ এফ এম রফিকুল আলম, ময়মনসিংহ জেলার বিএমএ সভাপতি ডা. মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক ডা. এইচ এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও অধ্যাপক ডা. একেএম আবুল হোসাইন, ময়মনসিংহ জেলা কমিটির স্বচিপ ও বিএমএ সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. মোস্তফা কামাল, শেরপুর জেলা বিএমএ সভাপতি এম এ বারেক তোতা, ডা. মোশারফ হোসেন রতন, ডা. সাজদিয়া জান্নাত, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ ডা. শারমিন রহমান অমি প্রমুখ। এসময় স্বাচিপ এবং বিএমএ নেতৃবৃন্দ স্থানীয় গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিব এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজকে ফুলেল শুভেচ্ছা জানান স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিব শেরপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। সভাশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share icon