শেরপুরে দৈনিক করতোয়ার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দৈনিক করতোয়ার ৪৬ বছর পূর্তি ও ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে শেরপুরে র্যালি, আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা।
দৈনিক করতোয়ার শেরপুর জেলা প্রতিনিধি এসএম শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল ও মুগনিউর রহমান মনি।
এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল, ইমরান হাসান রাব্বী, জুবাইদুল ইসলাম, জাহিদুল হক মনির প্রমুখ।
আলোচনা শেষে দৈনিক করতোয়ার ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।