ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ঝিনাইগাতী প্রতিনিধি
বৃহস্পতি, 15.09.2022 - 03:49 PM
Share icon
Image

সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, এ বছর ঝিনাইগাতী উপজেলার ২০টি স্কুল ও ১৪টি মাদ্রাসা থেকে মোট ২ হাজার ৫শত ৩৬ জন পরীক্ষার্থীর মধ্য অনুপস্থিত ছিল ৬৫জন। ২০টি স্কুলের বিপরীতে ২ হাজার ২ শত ৪ জনেম মধ্যে ৩৬ জন এবং ১৪ টি মাদ্রাসার ৩ শত ৩২ জনের মধ্যে ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

 ঝিনাইগাতী মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলছুম এবং দিঘীরপাড় আলিম (প্রস্তাবিত ফাযিল) মাদ্রাসার প্রিন্সপাল উবায়দুল ইসলাম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

পরীক্ষা চলাকালীণ সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারুক আল মাসুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া। পরীক্ষা কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখতে থানার বিভিন্ন অফিসার সহ পুলিশ সদস্যগণ দ্বায়িত্ব পালন করেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষী শেষ হয়েছে। তবে ৬৫জন অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশী।

Share icon