শ্রীবরদীতে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন নবাগত ইউএনও ইফতেখার ইউনুস

স্টাফ রিপোর্টার
রবি, 18.09.2022 - 11:12 PM
Share icon
Image

শ্রীবরদী উপজেলায় ১৭হাজার ৪৮১জন উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন নবাগত ইউএনও ইফতেখার ইউনুস। ১৮ সেপ্টেম্বর রোববার সকালে শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য (তেল, চিনি, ডাল) উপকারভোগী পরিবারের মাঝে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শ্রীবরদী উপজেলায় ১৭ হাজার ৪৮১ জন উপকারভোগী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে। বিক্রয় কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে।

এসময় শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সদর ইউনিয়নের দুটি কেন্দ্রে ১ হাজার ১৫৬ জন উপকারভোগী টিসিবির পণ্য পাবে।

Share icon