শ্রীবরদীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 06.10.2022 - 05:16 PM
Share icon
Image

"নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ‍্য ভান্ডার গড়ব" এ প্রতিবাদ‍্য কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম। অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন, তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, শেরপুর জেলা কৃষক লীগের সহ সভাপতি ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, উপজেলা সহকারী প্রোগ্রামার আশরাফুল ইসলাম, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম বকুল, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ সচিব এমারুল জাহিদ, গড়জরিপা ইউনিয়ন পরিষদ সচিব জাহাঙ্গীর আলম, সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ লুৎফর রহমান প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানব‍ৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের সচিব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share icon