জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের সাথে সদস্য প্রার্থী মুক্তার মতবিনিময়

স্টাফ রিপোর্টার
সোম, 10.10.2022 - 05:31 PM
Share icon
Image

আসন্ন শেরপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ড-২ (শ্রীবরদী উপজেলা) এর সাধারণ সদস্য প্রার্থী মো. মাহমুদুল হাসান মুক্তা উপজেলার ১০টি ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন। ১০ অক্টোবর দুপুরে খরিয়াকাজিচর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।

খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়ার সভাপতিত্বে ও সদস্য মোশাররফ হোসেন ননীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন মাহমুদুল হাসান মুক্তা।

মতবিনিময় সভায় সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুজ্জামান, শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরিদ, খড়িয়াকাজিরচর ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি এমএ আব্দুল খালেক, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সবুজ সহ শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নের অধিকাংশ সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য ও শ্রীবরদী পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

প্রদান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি জনগণের সেবক হতে চাই। আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে শ্রীবরদীর শিক্ষা ব্যবস্থার অমুল পরিবর্তন করবো।

Share icon