ভুটান বাংলাদেশ থেকে গার্মেন্টস পন্য নিতে শেরপুরের নাকুগাঁও স্থল বন্দরে ভুটানের রাষ্টদূত
সম্প্রতি শেরপুরের নাকুগাঁও স্থল বন্দরসহ ময়মনসিংহের গোবরাকূড়া ও কড়ইতলী স্থল বন্দর দিয়ে ভুটান বাংলাদেশ থেকে গার্মেন্টস পন্য নিতে চুক্তি করেছে বাংলাদেশের সাথে। সে চুক্তির অংশ হিসেবে আজ ১৩ ফেব্রুয়ারী দুপরে ভূটানের রাষ্ট দূত রিচেন কুইনস্টুল শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থল বন্দর পরিদর্শনে আসেন।
এসময় তিনি ভুটানের সাথে বাংলাদেশের কোন বৈরিতা নেই বলে জানায়। এখন শুধু ভারতের সাথে ট্রানজিট চুক্তি অনুমোদন হলেই গার্মেন্টস পন্যসহ অন্যান্য পন্য ভুটানে আমদানী করতে পারবে।
ওই সময় বাংলাদেশের কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী, ভূটানের বানিজ্যিক মন্ত্রনালয়ের কমিশনার কেনচো থাইলো বন্দর পরিদর্শন শেষে ভুটানের রাষ্ট দূত স্থানীয় আমদানী-রপ্তানীকারক সমিতির নেতৃবৃন্দর সাথে বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশী ব্যাবসায়ীরা ভুটান থেকে পন্য আমদানী ছাড়াও বাংলাদেশ থেকে গার্মেন্টস পন্যের পাশাপাশি শুটকি মাছ ও প্লাস্টিক পন্য রপ্তানী করতে ইচ্ছে প্রকাশ করেন।