শেরপুরে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
রবি, 19.02.2023 - 02:45 PM
Share icon
Image

শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদযাপন উপলক্ষে রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোবারক হোসেনের উপস্থাপনায় সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য জানান, আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। ৫২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সমন্বয়ে দুই হাজার ৭শ দুইজন স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করবে। ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৫শ ৩৯ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৫ হাজার ২শ ৪২ জন শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share icon