শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মৎস খামারের মাছ নিধনের অভিযোগ
শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মৎস খামারে বিপুল পরিমাণের বিভিন্ন প্রজাতির মাছ বীষ প্রয়োগে নিধন করেছে বলে অভিযোগ ওঠেছে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে উপজেলার ভারারচর বলিদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের মৎস খামারে এ ঘটনা ঘটে। এতে রুই, কাতল, মৃগেল ও পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে। এতে কৃষক শফিকুলের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত চাষী শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত প্রতিবেশী ছমির, জালাল, সৈয়দ টাকি, সায়েদুল টাকি, আজিদ মিয়া ও সামাদ মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে আজ সোমবার দিবাগত রাতে তার মৎস খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। এতে বিভিন্ন প্রজাতির মাছ নিধনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীবরদী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
এ ঘটনা অস্বীকার করে প্রতিপক্ষ ছমির জালাল বলেন, তাদের সাথে জমি নিয়ে বিরোধ আছে। তার মানে এই নয় আমি এই অমানবিক কাজ করেছি। শ্রীবরদী থানার এএসআই জুবায়েল খান বলেন, এ ব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি। আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।