আতিউর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
শনি, 25.02.2023 - 03:51 PM
Image
শেরপুর ভাতশালা ইউনিয়নের সাপমারিতে অবস্থিত আতিউর রহমান হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি দুপুরে এ সভায় উপস্থিত ছিলেন কলেজের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, বোর্ড মেম্বার ডা. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, কলেজ প্রতিষ্ঠাতা ডা. মতিউর রহমান, অধ্যক্ষ ডাঃ আজিজুর রহমান ফরিদ, উপাধ্যক্ষ ডা. এম এ কাশেম, ডা. জাহাঙ্গীর আলম। এ সভার কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়।