নকলায় বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার
শুক্র, 17.03.2023 - 09:56 AM
Share icon
Image

শেরপুর নকলায় ১৭ মার্চ শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। নকলা উপজেলায় প্রশাসনের উদ্যোগে সকার টায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদের হলরুমে ছামিউল হক মুক্তা এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মূখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ সভাপতি ফেরদৌস রহমান জুয়েল,বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলি,ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, প্রাণী সম্পদ কর্মকর্তা : ইসাহাক আলি, :: কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, নকলা থানা ওসি তদন্ত ইস্কান্দার হাবিব, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ নাছির উদ্দীন, ছাত্রলীগের সভাপতি সহ অনেকেই।

বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ তার বক্তব্য বলেন,বঙ্গবন্ধু জীবনব্যাপী একটিই সাধনা করেছেন, বাঙালির মুক্তির জন্য নিজকে উৎসর্গ করা,ধাপে ধাপে প্রতিটি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু ডাকে সেদিন মুক্তি যোদ্ধে অংশ গ্রহন করেছে বীর মুক্তিযোদ্ধাগন। পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আলোচনা সভা শেষ হয়।

 

 

 

Share icon