Image

শেরপুর (শ্রীবরদী) প্রতিনিধি| ২১ অক্টোবর ২০২৫
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় চলছে ভারতীয় চোরাই গরুর অবৈধ ব্যবসা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রানিশিমুল ইউনিয়নের বালিজুরি এলাকার মো. সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় গরু এনে বিক্রি করে আসছেন।

অবৈধ ব্যবসায়ী সাইফুল ইসলাম বালিজুরি গ্রামের মো. তৈয়ব আলীর ছেলে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও নিয়মিত নজরদারির অভাবে এ ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছে। ফলে সীমান্ত এলাকায় ভারতীয় গরুর পাচার এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

রাজনীতি
অর্থ-বানিজ্য