Image
মারুফুর রহমান, শেরপুর: ৪ জানুয়ারি ২০২৬
টানা প্রায় দুই সপ্তাহ ধরে সূর্যের দেখা না মেলায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে শেরপুরের জনজীবন। প্রচণ্ড ঠান্ডায় বিশেষ করে দরিদ্র, অসহায় ও বৃদ্ধ মানুষজন শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন যাপন করছেন। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শেরপুর সদর উপজেলার ৬ নম্বর পাকুরিয়া ইউনিয়ন পরিষদ।
উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রাপ্ত শীতবস্ত্রের অংশ হিসেবে রোববার (৪ জানুয়ারি) দুপুরে পাকুরিয়া ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে ১৬০টি কম্বল বিতরণ করা হয়।
