Image

শেরপুর প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ন কমিটি বাতিলসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে অধিকার বঞ্চিত জেলায় কর্মরত সাংবাদিকরা শেরপুর প্রেসক্লাবে তালা ঝুলিয়ে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। ৩০ মে মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালিত হয়। পরে পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় উভয়পক্ষের আলোচনায় সমঝোতার সিদ্ধান্তে উপনীত হয়ে জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক প্রথম দিনের অবস্থান কর্মসূচী তুলে নেয়।