Image

গত ছয় মাস আগের তুচ্ছ বিরোধের জেরে শেরপুরের ঝিনাইগাতীতে মোছাঃ মরিচ ফুল (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিচ ফুল ওই গ্রামের মৃত হাসেম আলীর স্ত্রী। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে মো. জসমত আলী (৩৫)কে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা—হুজুরা খাতুন (৩০), শুকুর আলী (২২), সুজন (১৮), সোহাগ মিয়া (২০) ও লাল মিয়া (৪০)—শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।