Image

মারুফুর রহমান, জনকণ্ঠ, শেরপুর॥ গোপন তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে শেরপুর শহরের পৌরপার্ক চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি শহরের নিউমার্কেট, খরমপুর, গৃধানার মোড়, কলেজ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানামোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।